অভিনয়ের জন্য মুখিয়ে আছেন অপু, আপত্তি নেই বুবলীর সঙ্গেও
ভালো গল্পের সিনেমার প্রস্তাব এলে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে আপত্তি নেই বলে জানিয়েছেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি একটি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ‘বীর’খ্যাত এই অভিনেত্রী। এবার অপু বিশ্বাস জানালেন, বুবলীর সঙ্গে কাজ করতে তারও কোনো আপত্তি নেই।
অপু বলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলা ছিল। সেটাও শুধু শাকিব খানের সঙ্গে। এর বাইরে আমার কারও সঙ্গে কোনো ঝামেলা নেই। এমনকি আমি পেশাদার জীবনেও ক্লিন। যেহেতু আমি পেশাদার শিল্পী, তাই কাজের ক্ষেত্রে কারও সঙ্গে কাজ করতে আপত্তি নেই।
নির্দিষ্টভাবে নাম উল্লেখ না করলেও অপু আরও জানান, পেশাগতভাবে প্রত্যেক নায়িকাই তার সহশিল্পী। কাউকে আলাদাভাবে দেখন না তিনি। তাই তাদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই। গল্পের প্রয়োজনে যে কারো সঙ্গে কাজ করবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত