আরও ভয়াবহ হবে বন্যা, ডুববে উত্তরাঞ্চলও

জুনে একটি বড় বন্যা হবে- এমন আশঙ্কা গত মাসেই ছিল। সেই আশঙ্কা সত্যি হলো মাসের মাঝামাঝিতে। উজান থেকে আসা পানির ঢল আর বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় ফুঁসে উঠেছে নদনদী। বানের জলে ভেসে গেছে সিলেট অঞ্চলের ৮০ ভাগ এলাকা। আর সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা পানির নিচে। যা দেশের আগের সব রেকর্ড ভেঙেছে। দ্রুত বাড়ছে যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। এ কারণে ডুবতে পারে উত্তরাঞ্চলও। রাজধানীর চারপাশের জেলাগুলোতেও ভারি বৃষ্টিতে বেড়েছে পানি। বন্যা ও পানি বিশেষজ্ঞরা বলছেন, সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তরাঞ্চলে পানি সহজে নামবে না।
তবে বন্যা মোকাবিলায় সরকারের মন্ত্রণালয়গুলো এখন পর্যন্ত প্রস্তুতি শেষ করতে পারেনি। অবশ্য গতকাল শুক্রবার রাত পৌনে ৮টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বন্যার্ত মানুষের জন্য ২৬ হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, প্রত্যন্ত অঞ্চলগুলোয় পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে না, আশ্রয়কেন্দ্রগুলোতে মিলছে না খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি। স্বল্পতা রয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, টিউবওয়েল ও শৌচাগারের। সর্বোপরি কাজের ক্ষেত্রে এক মন্ত্রণালয়ের সঙ্গে আরেক মন্ত্রণালয়ের সমন্বয় নেই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত