আসছে ভিভোর ওয়াই সিরিজের নতুন ফোন ‘ওয়াই৫৩এস’
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নিয়ে আসছে তাদের ওয়াই সিরিজের এক নতুন সংযোজন ‘ওয়াই৫৩এস’। ফোনটি প্রি-অর্ডার করা যাবে ১০ আগস্ট পর্যন্ত। ১১ আগস্ট থেকে ফোনটি পাওয়া যাবে ভিভো’র সব অথোরাইজড আউটলেটগুলোতে। শনিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিভো’র পক্ষ থেকে জানানো হয়, ‘ডোরস্টেপ ডেলিভারি’ সেবার আওতায় অনলাইনেও অর্ডার করা যাবে ভিভো ওয়াই৫৩এস। বাসায় বসে যে কেউ কিনে নিতে পারবে স্মার্টফোনটি। হোম ডেলিভারির জন্য আলাদা কোনো খরচও করতে হবে না। ভিভো ওয়াই৫৩এস ফোনের র্যাম ও রম; দু’টিই বর্ধনযোগ্য। এর ৮ জিবি র্যামকে বাড়ানো যাবে ১১ জিবি পর্যন্ত; আর ১২৮ জিবি’র মেমোরিকে বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত।
ভিভো ওয়াই৫৩এস স্মার্টফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকেহ পোর্ট্রইেট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ৩৩ ওয়াট ফ্ল্যাশচার্জার। স্মার্টফোনটি পাওয়া যাবে ডিপ সী ব্লু এবং ফ্যান্টাসটিক রেইনবো রঙে। ফোনটির মূল্য ২২,৯৯০ টাকা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত