ইউএনও অফিসের কর্মকর্তাদের কাজ সুনির্দিষ্ট করে দিল মন্ত্রণালয়
| আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৩:৪৭
| প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২২, ০৩:৪৭

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের (এও) দৈনন্দিন কাজ সুনির্দিষ্ট করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (২৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইউএনওদের কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, আদালত সংক্রান্ত (সার্টিফিকেট মোকদ্দমা, মোবাইল কোর্ট) ও গোপনীয় বিষয় ব্যতীত অন্যান্য সকল বিষয় প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপস্থাপিত হবে।
উল্লিখিত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইউএনওদের অনুরোধ করা হয়েছে চিঠির মাধ্যমে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত