ইফতারে এসে নায়ক রিয়াজের কান্না
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারানো প্রায় ৬০ জন শিল্পী সমিতিতে এসেছিলেন গতকাল বুধবার (০৬ এপ্রিল)। তারা এসেছিলেন ইফতার করতে। এসে জানতে পারলেন অভিনেতা রিয়াজ শিল্পী সমিতির কমিটিতে কার্যকরী সদস্য পদে শপথ নেবেন।
সবাই খুব খুশি হলেন খবরটিতে। নির্বাচন চলাকালীন অন্যায়ভাবে সদস্যপদ বাতিল হওয়াদের দুঃখে কেঁদেছিলেন রিয়াজ। তিনি সেসময় বলেছিলেন, ‘এমন শিল্পীদের বাদ দেয়া হয়েছে যারা এখানে ৪০-৫০ বছর ধরে কাজ করছে। আমাদের অভিভাবকের মতো। তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। কাঞ্চন-নিপুণ প্যানেল জয়ী হলে এই বাতিল হওয়া সদস্যপদ সবাইকে ফিরিয়ে দেয়া হবে।’
এসব ঘোষণা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রিয়াজ। তার সঙ্গে সেদিন কেঁদেছিলেন শিল্পীরাও। তার কান্নার সেই ভিডিও ভাইরাল হয়েছিল। অবশেষে সেইসব সহশিল্পীদের সঙ্গে নিয়েই কমিটিতে শপথ নিলেন রিয়াজ।
এদিকে শপথ নিয়েই রিয়াজ ঘোষণা দিলেন ১৮৪ জন শিল্পীর মধ্যে ১০৩ শিল্পী সদস্যপদ ফিরে পাচ্ছেন। অভিনেত্রী নিপুণের জোর প্রচেষ্টা ও বাতিল হওয়া শিল্পীদের পরিশ্রমেল ফল হিসেবে আদালতের নির্দেশ তো আগেই ছিল। গতকাল শিল্পী সমিতি থেকেও এলো আনুষ্ঠানিক ঘোষণা। এখন থেকে ১০৩ জন সমিতির পূর্ণ সদস্য হিসেবে ভোটাধিকারসহ সকল সুযোগ সুবিধা পাবেন।
এ প্রসঙ্গে বলতে গিয়ে শাবনূর রতন বলেন, ‘আমাদের আজ ঈদের দিন। একদিনে দুইটা সুসংবাদ পেয়েছি আমার। প্রথমে আজকে রিয়াজ ভাই কমিটির সদস্য হিসেবে শপথ নিলেন। অন্যদিকে জায়েদ খান আমাদের অন্যায়ভাবে সদস্য পদ বাদ দিয়েছিল। রিয়াজ ভাই আমাদের জানিয়ে গেলেন, সেই সদস্যপদ আমরা ফিরে পাচ্ছি। নিপুণ আপা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। কাঞ্চন ভাই, সাইমন, সবাই। আদালতের বারান্দায় ছুটেছি দিনের পর দিন। সব আজ সফল হলো।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই নির্বাচনের প্রচারের সময় রিয়াজ ভাইকে গিয়ে দুঃখ করে বলে ছিলাম, ‘আপনাদের পাশে আছি কিন্তু ভোট দিতে পারবো না জায়েদ খানের কারণে।’ তখন কয়েকজন শিল্পী জায়েদ খানের বিরূদ্ধে গিয়েছে বলে কি পরিমাণ অত্যাচার করেছে তার বর্ণনা দিতে দিতে শিল্পীরা কান্না করতে থাকলে রিয়াজ ভাইও আমাদের সঙ্গে কান্না করে দেন। তিনি তখন বলেছিলেন, ‘আমি সমিতির কমিটিতে আসলে প্রথম কাজ হবে আপনাদের সদস্যপদ ফিরিয়ে আনার চেষ্টা করা। তিনি শপথ নিয়েই আমাদের সমিতিতে আবার সদস্য করছেন। আজ মিটিংয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা খুব খুশি হয়েছি।’
অভিনেতা রিয়াজ বলেন, ‘আমি যখন অভিনয় শুরু করি নাই তারও আগে থেকে অনেকে শিল্পী সমিতির মেম্বার। এমন অনেককে বাদ দেয়া হয়েছে জাস্ট ব্যক্তিগত আক্রোশে। অন্যায়ভাবে তাদের বাদ দেওয়া হয়েছিল। অনেক শিল্পীদের ভয় দেখানো হতো, হুমকি দেয়া হতো। আমরা কাঞ্চন-নিপুণ নেতৃত্বে ঘোষণা দিয়েছিলাম যদি জয়ী হই তবে তাদের পূর্ণ সদস্যপদ ফিরিয়ে দেবো। সেটা করতে পেরে ভালো লাগছে। মনে হচ্ছে একটা গুরু দায়িত্ব শেষ করলাম।’
শিল্পী সমিতির সদস্য পদ হারানোদের পদ ফিরিয়ে দেয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। গতকাল বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিং শেষে তাদের সদস্যপদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত