ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ মুখোমুখি অবস্থান
যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী মঙ্গলবার জানিয়েছে, ইরানের রেভ্যুলশনারী গার্ডের সেনা এবং যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর সেনাদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
দুই বাহিনীর সেনারা মুখোমুখি অবস্থানে চলে এসেছিল।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে এ ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্যভিক্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম ফ্লিট জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে ইউএসএস সিরোক্কো এবং ইউএসএনএস চোকতাও পার হচ্ছিল। এমন সময় ইরানের রেভ্যুলেশনারী গার্ডের তিনটি দ্রুত বেগের ছোট যুদ্ধ জাহাজ সামনে চলে আসে। তারা যুক্তরাষ্ট্রের সেনাদের বিরক্ত করার চেষ্টা করে।
ওই সময় রেভ্যুলেশনারী গার্ডের সেনাদের সতর্ক করতে সতর্কতামূলক পাঁচটি ফায়ার করে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো।
ইরানের সেনাদের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি বা কোনো তথ্য জানায়নি ইরান।
দুই দেশের বাহিনীর মধ্যে এমন মুখোমুখি অবস্থান তৈরি হওয়ার ঘটনা এমন সময় ঘটল যখন তারা নতুন করে পারমাণবিক চুক্তি করতে চাচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত