একদিনে প্রাণ গেছে ৬৫০ ইউক্রেনীয় সেনার, দাবি রাশিয়ার

| আপডেট :  ২৩ জুন ২০২২, ০৬:০৭  | প্রকাশিত :  ২৩ জুন ২০২২, ০৬:০৭

 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার দাবি করেছে, রুশ বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৫০ ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।

রুশ মন্ত্রণালয় দাবি করছে, ইউক্রেন অব্যহতভাবে ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছে।

তারা আরও জানিয়েছে, লুহানেস্কের মিরনাইয়া দোলিনায় থাকা ইউক্রেনীয় জুনিয়র কমান্ডাররা তাদের অধীনস্থদের যুদ্ধক্ষেত্রে রেখে পালিয়ে গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, ক্লিনোভোয়েত নামক স্থানে ইউক্রেনের সেনাবাহিনীর ৩০তম মেকানাইজড ব্রিগেডের মাত্র ৫০ ভাগ সেনা অবশিষ্ট আছে এবং ১৭০ জনেরও বেশি আহত অফিসার ও সেনাদের উদ্ধার করা হয়েছে।

রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের করা বিভিন্ন দাবির সঙ্গে আরও জানিয়েছে, মাইকোলাইভ অঞ্চলে রুশ এরোস্পেস ফোর্স হামলা চালিয়ে ইউক্রেনের সেনাবাহিনীর ৪৯টি ট্যাংক এবং ফুয়েলসহ আরও যুদ্ধাস্ত্র ধ্বংস করেছে।

তাছাড়া একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫০টি রকেট লঞ্চার ধ্বংস করে দেওয়ার দাবিও জানিয়েছে রাশিয়া।

তারা আরও দাবি করেছে, মাইকোলাইভ অঞ্চলে উচ্চক্ষমতাসম্পন্ন মিসাইল যুদ্ধযান মেরামত করার তিনটি স্থানে হামলা চালিয়েছে।

তবে রাশিয়ার করা এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত