এসএসসি-এইচএসসির ৩ বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস

| আপডেট :  ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৮  | প্রকাশিত :  ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৮

২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের তিন পত্রের পরীক্ষার সিলেবাস আরও সংশোধন করা হয়েছে। এসএসসির বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের এবং এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজির প্রথম ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি ও এইচএসসির পরীক্ষার্থীদের এসব বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের বিষয়ে জানিয়ে সব প্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠিয়েছে ঢাকা বোর্ড।

চিঠিতে বোর্ড বলছে, ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে।

বোর্ড আরও বলছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পাঠসূচি অধিকতর পুনর্বিন্যাস করেছে। যা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

সিলেবাস-এসএসসি

সিলেবাস-এইচএসসি

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত