এ জীবনে যা দেখেছি
০১) সম্পদের বাহাদুরিকারীকে অভাবের জালে আটকা দেখেছি।
০২) বিদ্যার অহংকারকারীকে, অজ্ঞের বাজারে ঘুরতে দেখেছি।
০৩) শক্তির প্রদর্শনকারীকে কমজোরদের গোলামী করতে দেখেছি।
০৪) ইবাদতের বাহাদুরিকারীকে, ধর্ম থেকে মুখ ফিরাতে দেখেছি।
০৫) দানের প্রদর্শনকারীকে, অন্যের দুয়ারে হাত পাততে দেখেছি।
০৬) মানুষের দয়ার মুখাপেক্ষীকে, আল্লাহর রহমত থেকে দূরে দেখেছি।
০৭) দ্বীন দিয়ে দুনিয়া কামাই কারিকে, মুখের উজ্জলতা হরাতে দেখেছি।
০৮) সবর ও শোকরকারীকে, ইজ্জতে জীবেন যাপন করতে দেখেছি।
০৯) হিংসা বিদ্বেষে জ্বলা ব্যক্তিকে, অভাবে নিমজ্জিত দেখেছি।
১০) মিথ্যুক ও মিথ্যাবাদীকে, ঈমান থেকে দূরে সরে যেতে দেখেছি।
১১) রাগের আগুনে জ্বলা ব্যক্তিকে, জ্ঞান শুন্য হতে দেখছি।
১২) সৃষ্টির প্রতি আশায় বসা ব্যক্তিকে, আল্লাহর দয়া থেকে দুরে দেখেছি।
১৩) মানুষের মুখাপেক্ষী ব্যক্তিকে, বেইজ্জতের গলিতে হাঁটতে দেখছি।
১৪) খাঁটি তাওবাকারীকে, ইবাদতে স্বাদ পাইতে দেখেছি।
১৫) পিতা মাতার বাধ্য সন্তানকে, উন্নতির সিঁড়িতে উঠতে দেখেছি।
১৬) পিতা মাতার অবাধ্য সন্তানকে, সন্তানের হাতে লাঞ্চিত হতে দেখেছি।
১৭) মানুষের হক্ব নষ্টকারীকে, নিজের হক্বের জন্য কাঁদতে দেখেছি।
১৮) হারাম উপার্জনকারীকে,মুসিবতের জালে আটকা দেখেছি।
১৯) পাপে নিমজ্জিত ব্যক্তিকে, দুঃখের সাগরে ডুবতে দেখেছি।
২০) জালিম ও অত্যাচারিকে, মাজলুমের পায়ের উপর দেখেছি।
২১) আল্লাহর হুকুম পালনকারীকে, নির্ভয়ে কালাতিপাত করতে দেখেছি।
২২) স্বামীর অবাধ্য নারীকে, জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি।
২৩) আল্লাহর নাফরমানদেরকে, নিজের ছায়াতে আতংকিত হতে দেখেছি।
২৪) মানুষের হক আদায়কারীকে, আকাশচূম্বী জনপ্রিয়তায় দেখেছি।
২৫) ওস্তাদের খেদমতকারীকে, অন্য থেকে খেদমত নিতে দেখেছি।
সম্পাদনায়: উজ্জ্বল প্রধান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত