করোনা বৃদ্ধি: মসজিদে প্রবেশে বিধিনিষেধ জারি
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মসজিদে প্রবেশে আবারও বিধিনিষিধ আরোপ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
আক্রান্তের হার দ্রুত বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা বিভাগের সুপারিশের ভিত্তিতে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) জারি করা নির্দেশনায় বলা হয়েছে—
* মসজিদে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।
* মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।
* সকল ধর্মীয় প্রতিষ্ঠান/উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার/সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
* প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে ও সুন্নত আদায় করে মসজিদে আসতে হবে। ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।
* মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।
* মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। মুসল্লিরা নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।
* কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। শিশু, বৃদ্ধ, অসুস্থ ও অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা জামায়াতে অংশগ্রহণ করা হতে বিরত থাকবেন।
এসব বিধিনিষেধ না মানলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানানো হয় নির্দেশনায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত