কারাগারে অনেক আলেম-উলামা অসুস্থ হয়ে পড়েছেন: হেফাজত
ঈদের শুভেচ্ছা জানিয়ে আলেমদের মুক্তি ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হেফাজত। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান।
শুক্রবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের দুই নেতা বলেন, ‘এখনও অনেক আলেম-উলামা কারাগারে বন্দি রয়েছেন। এ অবস্থায় দেশের মানুষের মধ্যে ঈদের কাঙ্ক্ষিত আনন্দ নেই বললেই চলে। আমরা সরকারের কাছে দাবি জানাই— অবিলম্বে গ্রেফতারকৃত আলেম-উলামা ও তৌহিদী জনতাকে মুক্তি দিয়ে পরিবারের মাঝে ফিরিয়ে দিন। দীর্ঘদিন কারাভোগের কারণে অনেক আলেম-উলামা অসুস্থ হয়ে পড়েছেন। কেউ কেউ বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিন।’
হেফাজতের আমির ও মহাসচিব বলেন, ‘প্রতি বছরের ন্যায় ত্যাগের মহিমা নিয়ে পবিত্র ঈদুল আজহা এসেছে। ধনী-গরিবের মাঝে আনন্দ ভাগাভাগি করার এক মোক্ষম সময় হচ্ছে ঈদুল আজহা। কিন্তু এ বছর বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রামসহ বিস্তীর্ণ অঞ্চলে বন্যার কারণে অনেক মানুষের জীবন বিপর্যস্ত।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত