গভীর রাতে প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ

| আপডেট :  ২৯ ডিসেম্বর ২০২১, ১০:৪১  | প্রকাশিত :  ২৯ ডিসেম্বর ২০২১, ১০:৪১

নির্বাচনী সহিংসতায় পুরুষশূন্য গ্রাম। গভীর রাতে প্রসব বেদনায় কাতর গৃহবধূকে হাসপাতালে নেওয়ার মতো কোনো যানবাহন মিলছিল না। এ অবস্থায় টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল টহল পুলিশ তাকে হাসপাতালে পৌঁছে দেন। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের গজালিয়া গ্রামে।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন লুবনা খাতুন নামে ওই প্রসূতি। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গজালিয়া গ্রামের ইউসুফ হোসেনের স্ত্রী।

টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল ইসলাম জানান, গত ২৬ ডিসেম্বর বর্নি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে সোমবার রাতে ১ নম্বর ওয়ার্ডের পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থী খায়রুল আমিন ও মনির শিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গ্রেপ্তার আতঙ্কে গজালিয়া গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে। এ অবস্থার রাত ২টায় ওই গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। ওই পরিস্থিতিতে এলাকায় পরিচিত কোনো ইজিবাইক ও ভ্যানচালকদের পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও জানান, একটি গাড়ির অপেক্ষায় ওই নারী ও তার স্বজন দেড় ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সে সময় টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি টহল দল গাড়িতে করে ওই স্থান দিয়ে যাচ্ছিল। তখন তাদের কাছে সব জানতে পেরে পুলিশের গাড়িতে করে ওই গৃহবধূকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়। পরে পুলিশের গাড়িতেই তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এসআই কামরুল বলেন, দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি এই কাজটি করেছি।

প্রসূতির স্বামী ইউসুফ হোসেন বলেন, গভীর রাতে পুলিশ ত্রাতার ভূমিকা পালন করেছে। তাদের এই মহতী উদ্যোগে আমার স্ত্রী ও সদ্যোজাত কন্যার প্রাণ রক্ষা পেয়েছে। এজন্য টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল ইসলামসহ টহল পুলিশের সব সদস্যের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, মঙ্গলবার ভোরে ওই প্রসূতি হাসপাতালে ভর্তি হন। পরে কন্যাসন্তান প্রসব করেন। এখন মা ও নবজাতক দু’জনেই সুস্থ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত