গাঁজাসহ ইবি মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক গ্রেফতার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দু’জন হলেন-লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তনু আহমেদ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গুলহার মাসুদ রানা (রিফাত)। তনু বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক।
শুক্রবার (১০ জুন) অভিযুক্ত তনু ও রিফাত ক্যাম্পাসের পাশের এলাকা শান্তিডাঙার স্থানীয় মাদক ব্যবসায়ী বাবুলের থেকে ২৫ গ্রাম গাঁজা সংগ্রহ করেছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে তারা আটক হন। তাদের আরও জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক মামলা করেছে। যিনি বিক্রেতা আমরা তার নাম জানতে পেরেছি, তাকে পলাতক আসামি করে তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের আদালতে চালান দেওয়ার প্রক্রিয়া চলমান।’
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন যাত্রী ছাউনি থেকে তাদের আটক করা হয়েছে। প্রক্টর স্যারকে জানিয়েছি। তিনি সহকারী প্রক্টর এবং নিরাপত্তা কর্মকর্তাকে পাঠালে তাদের উপস্থিতিতে এদের ধরি।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘ক্যাম্পাসের বাইরে হলে অভিযান পরিচালনা করার জন্য অনুমতি লাগে না। বিশ্ববিদ্যালয় একটি সংরক্ষিত এলাকা তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মাদকের বিরুদ্ধে কাজ করে চলেছি।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিদ্যালয়ের গেটের বাইরে থেকে যদি কাউকে অ্যারেস্ট করে তখন তো আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন লাগে না। আর মাদকসহ কেউ ধরা পড়লে ভেতরে বা বাইরে যাই হোক- তাকে প্রশ্রয় দেওয়ার কোনও কারণ নেই। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের ভেতর যাতে মাদক না ঢোকে। এদের মাধ্যমে মাদকের যে মূল জোগানদাতা তাকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি। তাদের বহিষ্কারের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে আমি বলতে পারছি না। আইনশৃঙ্খলা বাহিনী কী ধরনের রিপোর্ট দেয় এর ওপর ভিত্তি করে উপাচার্য সিদ্ধান্ত নেবেন।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত