চলছে বিএনপির ডাকা সড়ক অবরোধ
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া বিএনপির ডাকা এই অবরোধে দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
অবরোধের শুরুতে জেলা শহরের মহাজনপাড়া এলাকার প্রধান সড়কে টায়ারে আগুন দিয়েছেন পিকেটাররা। এ ছাড়া ভোরে মাটিরাঙা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন অবরোধকারীরা।
এ ছাড়া জেলার ৯ উপজেলাতেই শান্তিপূর্ণভাবেই চলছে বিএনপির ডাকা এই সড়ক অবরোধ। অবরোধে এখন পর্যন্ত জেলার কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অবরোধের কারণে দূরপাল্লার কোনও যানবাহন ছেড়ে যায়নি। জরুরি সেবায় নিয়োজিত ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রের গাড়ি অবরোধের আওতামুক্ত রয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাসভবনের বাইরে থাকা দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাঙচুর এবং অপর একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে হামলাকারীরা। এ ছাড়া ভাঙচুর চালানো হয়েছে আশপাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে।
এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। তবে বিএনপির অভিযোগ, প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করছে আওয়ামী লীগ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত