টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সাপ্তাহিক দুদিনসহ বিজয় দিবসের ছুটির সাথে মোট তিন দিনের টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
আগামী ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিজয় দিবসের ছুটি। এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ ডিসেম্বর) দুই দিন সপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
চলতি বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি রয়েছে। এরমধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
১৬ ডিসেম্বর দেশে সাধারণ ছুটি থাকে। টানা তিনদিনের ছুটি পেয়ে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজের গ্রামের বা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন।
টানা তিনদিনের ছুটির কারণে ইতোমধ্যে বাস, লঞ্চ ও রেলস্টেশনে টিকিটের চাহিদা বেড়ে গেছে। আকাশপথেও অনেকেই ঢাকা ছাড়ছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত