ঢাকায় ডেকে বঞ্চিতদের আওয়ামী লীগের নির্দেশ
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা মনোনয়ন পাননি তাদেরকে নৌকার পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুন) রাতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনিও নৌকার ১৩ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একজন ছিলেন।
এর আগেশুক্রবার (১০ জুন) বেলা ১১টায় মনোনয়ন বঞ্চিত ১৩ জনকে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে নিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপির সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বঞ্চিত নেতারা হলেন, প্রয়াত বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাকেব যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিম, অধ্যক্ষ আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, আওয়ামী লীগের দপ্তর উপকমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান বিপ্লব, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান রুবেল, জেলা আওয়ামী লীগের সদস্য শফিউর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা কাজী ফারুক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি সফিকুর রহমান।
বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশ্যে বলেন, কেউ না ডাকলেও নিজেরাই নৌকার পক্ষে কাজ করবেন, যেন কেউ বলতে না পারে নৌকার জয়ে তাদের কোনো ভূমিকা নেই অথবা নৌকা হারলেও কেউ যেন অপবাদ দিতে না পারে তাদের কারণে নৌকা হেরেছে। এ বিষয়টি মাথায় রেখে মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
এ সময় বঞ্চিত নেতারা কুমিল্লার অতীত ও বর্তমান রাজনীতির বিভিন্ন বিষয় তুলে ধরেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত