ঢাবিতে ফুল হাতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদল, কাছাকাছি থেকেও নিরব ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করতে আজও ক্যাম্পাসে উপস্থিত ছিল ছাত্রদল। আজ শনিবার ঢাবির কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল। মানবিক বিভাগ থেকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী চলা এ পরীক্ষায় অংশ নেন।
শিক্ষার্থীদের স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব আমান উল্লাহ আমানের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে ফুল হাতে শতাধিক ছাত্রদল নেতাকর্মী কার্জন হলের সামনে যান। এ সময় ফটকের সামনে দুই লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে ক্যাম্পাসে স্বাগত জানান।
সাম্প্রতিক ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষের পর এই নিয়ে পরপর দু’দিন ছাত্রদল নির্বিঘ্নে ক্যাম্পাসে প্রবেশ করল। গতকাল পুলিশ প্রশাসনের অনুমতি লাগলেও আজ কোন ধরনের কাঠখড় পোহাতে হয়নি সংগঠনটির নেতাকর্মীদের। কোন ধরণের পূর্ব অনুমতি ছাড়াই তারা আজ ক্যাম্পাসের এসেছিলেন।
ছাত্রলীগের পক্ষ থেকে কোনো বাধা তো আসেইনি, উল্টো এক পর্যায়ে কার্জনের হলের সামনে ছাত্রদল-ছাত্রলীগ কাছাকাছি দূরত্বে থেকে শিক্ষার্থীদের মাঝে ফুল ও পানি বিতরণ করছিল।
ছাত্রদলের নেতাকর্মীরা কার্জনের সামনে যাওয়ার আগেই সেখানে গেটের সামনে ফজলুল হক (এফএইচ) হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাইম ও সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত’র নেতৃত্বে শিক্ষার্থীদের জন্য পানি নিয়ে অবস্থান করছিল ছাত্রলীগ। একেবারে কাছাকাছি অবস্থান করলেও কোনো পক্ষকেই কাউকে বাধা দিতে দেখা যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত