দুই চুলার গ্যাস ১০৫, এক চুলার ৬৫ টাকা বৃদ্ধির সুপারিশ

| আপডেট :  ২৩ মার্চ ২০২২, ১১:১২  | প্রকাশিত :  ২৩ মার্চ ২০২২, ১১:১২

সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড ও পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি লিমিটেডের দুই চুলার গ্রাহকের গ্যাসের দাম ১০৫ টাকা এবং এক চুলার গ্রাহকের গ্যাসের দাম ৬৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।

মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে সুন্দরবন গ্যাস কম্পানি ও পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানির গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানিতে এ সুপারিশ করা হয়।

বিইআরসির কারিগরি কমিটি দুই কম্পানির প্রস্তাবিত গ্যাসের দাম যাচাই-বাছাই করে গ্রাহকদের দুই চুলার গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৮০ টাকা এবং এক চুলার গ্যাসের দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা করার সুপারিশ করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত