নতুন একটি আইনের খসড়ার অনুমোদন দিলো মন্ত্রিসভা
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণভাতা) আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কেবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন বলে জানান তিনি।
আনোয়ারুল ইসলাম জানান, এটা ১৯৭৬ সালের অধ্যাদেশ ছিল। এ আইনেও নতুন কোনও বিধান অন্তর্ভুক্ত করা হয়নি, আগে যেটা ছিল সে অনুযায়ীই ১০টি ধারা আছে। এটাকেও পুরো অনুমোদন দেওয়া হয়েছে। শুধু ছোটখাটো অ্যামেন্ডমেন্ট (সংশোধন) হয়েছে। যেমন: আগে দৈনিক ভাতা ৫০০ বা সাড়ে ৫০০ টাকা ছিল, সেখানে এক হাজার ৪০০ টাকা করা হয়েছে। গাড়ি ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকার কিছু বেশি ছিল সেটাকে ৩ টাকা করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত