নিউজের কমেন্টে পদ্মা সেতু নিয়ে খারাপ মন্তব্য, বিএনপি নেতা আটক

| আপডেট :  ২৮ জুন ২০২২, ০৮:৪৩  | প্রকাশিত :  ২৮ জুন ২০২২, ০৮:৪৩

পদ্মা সেতু নিয়ে খারাপ মন্তব্য করায় আবুল কালাম আজাদ (৪২) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। আজ সোমবার রাতে তাকে আটক করা হয়।

আটক আবুল কালাম আজাদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

নোয়াখালী পুলিশ সুপার জানান, পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন একটি নিউজ পোর্টালে ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না’ এ শিরোনামে একটি নিউজ প্রকাশ করা হয়।

নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ওই পোর্টাল। সেখানে খারাপ মন্তব্য করেন আবুল কালাম। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এসপি আরো জানান, সোমবার রাতে বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত