‘নির্বাচন সুষ্ঠু করার জন্য সরকার নিজেই কাজ করছে’
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখন ভালো অবস্থানে আছে বলে মনে করেন স্থানীয় , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তোষ জানিয়েছে।’
বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আগে বাংলাদেশে সন্ত্রাস ছিল, তাই সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন ছিল। এখন সেটা নেই। এ ব্যাপারে ইইউ সন্তোষ জানিয়েছে।’
এসময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিদেশি কূটনৈতিকদের মন্তব্যের প্রসঙ্গেও কথা বলেন মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে অন্য কোনও দেশ কথা বলবে- এটা আমরা মোটেও চাই না। পৃথিবীর অনেক দেশেই নির্বাচন নিয়ে প্রশ্ন হয়, আমাদের দেশেও হয়। নির্বাচন সুষ্ঠু এবং প্রশ্নাতীত করার জন্য সরকার নিজেই কাজ করছে।’
এসময় বিএনপি-র প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘যারা এই দেশটাই চায়নি, তারা এখন নিজেদের দেশের বিষয় নিয়ে বিদেশিদের সঙ্গে কথা বলে। নিজের দেশের বিষয়ে বিদেশিদের সাথে কথা বলার অর্থ দেশকেই ছোট করা, এটা বিএনপির করা উচিত নয়। তাদের কোনও কিছু বলার থাকলে নিজেদের মধ্যেই সেটা নিয়ে আলোচনা করতে পারে, এতে দেশ বড় হয়।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত