পদোন্নতিপ্রাপ্ত পিটিআইয়ের ৩৮৭ ইন্সট্রাক্টরের প্রতি নির্দেশনা
পদোন্নতির জন্য প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ৩৮৭ জন ইন্সট্রাক্টরের সমন্বিত খসড়া গ্রেডেশন তালিকা তৈরি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বৃহস্পতিবার (৭ জুলাই) এই খসড়া তালিকা প্রকাশ করা হয়।
এতে জানানো হয়, নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা অনুযায়ী পিটিআইয়ে কর্মরত ২০০৬, ২০০৭, ২০১২, ২০১৩, ২০১৬, ২০১৮ সালে নিয়োগ পাওয়া এবং পদোন্নতি পাওয়া ইন্সট্রাক্টরদের খসড়া গ্রেডশেন তালিকা প্রস্তুত করা হয়েছে।
খসড়া তালিকার বিষয়ে সংশ্লিষ্ট পিটিআই ইন্সট্রাক্টরদের কোনও আপত্তি, অভিযোগ, পরামর্শ থাকলে আগামী ৭ আগস্টের মধ্যে উপযুক্ত প্রমাণসহ লিখিতভাবে ই-মেইলে (adptidpe@yahoo.com) ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। এছাড়া হার্ড কপিতেও তা পাঠানো যাবে।
খসড়া তালিকার অফিস আদেশে আরও জানানো হয়, ২০১৩ সালে পিডিপি-৩ এর আওতায় নিয়োগ পাওয়া এবং রাজস্ব বাজেটে স্থানান্তরিত ৩ জন সাধারণ ইন্সট্রাক্টর এবং ৫০ জন কম্পিউটার সায়েন্স ইন্সট্রাক্টরের চাকরি নিয়মিত করণ না হওয়ায় তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত