পদোন্নতি/বদলি/পদায়ন সংক্রান্ত নির্দেশনা জারি
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন রাজস্ব প্রশাসনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের পদোন্নতি/বদলি/পদায়ন সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার (১৫ জুন) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ অধিশাখা থেকে জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সাধারণ প্রশাসনে নিয়োগপ্রাপ্ত কর্মচারকে রাজস্ব প্রশাসনে এবং রাজস্ব প্রশাসনে নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে সাধারণ প্রশাসনে পদোন্নতি/বদলি/পদায়ন করা হচ্ছে। এ প্রেক্ষাপটে বিভিন্ন রকম প্রশাসনিক জটিলতা থেকে শুরু করে মামলা মোকদ্দমার উদ্ভব হচ্ছে।
এঅবস্থায় প্রশাসনিক জটিলতা এড়ানোর লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন রাজস্ব প্রশাসনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীকে বূমি মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নিয়োগবিধি ও অন্যান্য সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী পদোন্নতি, বদলি ও পদায়নের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত