পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়ি ভাঙচুর

| আপডেট :  ২৮ জুন ২০২২, ০৯:৩৩  | প্রকাশিত :  ২৮ জুন ২০২২, ০৯:৩৩

পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খোলার ঘটনায় পুলিশের হাতে আটক বাইজীদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার বিকেল ৫টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামে বাইজীদের বাড়িতে এ হামলা চালানো হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বায়জিদ উপজেলার তেলিখালী গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিন ভাইয়ের মধ্যে বায়জিদ ছোট।

এ দিন সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ছলিমুর রহমান।

পুলিশ জানায়, বাইজীদদের ঘরের টিনে কোপানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে কিছু মালামাল। সবার সাথে কথা বলছি, বিস্তারিত পরে জানাতে পারব।

বাইজীদের ভাবি হাদিসা বেগম বলেন, ‘১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে এক দল সন্ত্রাসী আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বড় বড় রামদা, দা, শাবল দিয়ে ঘরের সামনে ও পশ্চিম পাশের টিনে কোপানো হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা ঘরে ঢুকে মালামাল তছনছ করে।’

উল্লেখ্য, হাত দিয়ে পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু খোলার ভিডিও টিকটকে আপলোড করাকে কেন্দ্র করে বাইজীদকে রোববার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত