পরীমনি মেয়েটা অনেক দুর্ভাগা – অরুণা বিশ্বাস
মাদক কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকেই চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। শোবিজ অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার পুরো বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন চলচ্চিত্রের সিনিয়র শিল্পী, প্রযোজক ও পরিচালক অরুণা বিশ্বাস। এর আগেও বোটক্লাবের ঘটনার সময় পরীমনিকে নিয়ে কথা বলেছিলেন তিনি৷ সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এবারের ঘটনার ব্যাপারে কী বলবেন? অরুণা বিশ্বাস বলেন, সে সময় কথা বলেছিলাম বলে আমার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করা হয়েছিল। আমি কেন বললাম! আমার কোনো স্ট্যান্ডার্ড নেই। পজিশন নেই। আমি হিংসুটে।
আরও কত কি! যখন একজন অভিভাবক বোঝাতে পারবে না। কোনটা ঠিক পথ, কোনটা ভুল পথ। কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত না। কোথায় গেলে সমস্যা হবে। তখন তো এসব সমস্যা হবেই৷ শিল্পীদের আরও সচেতন হওয়া উচিত নয় কী? অরুণ বিশ্বাস বলেন, সমাজের প্রতিটি মানুষের স্বাধীন ভাবে চলার অধিকার আছে। শিল্পীদেরও আছে। কিন্তু যেহেতু শিল্পীদের নিয়ে একধরনের চর্চা হয়। সেজন্য শিল্পীদের সচেতন থাকতে হবে। উদাহরণ হিসেবে একজন সিনিয়র শিল্পীর কথাই বলি। শাবানা ম্যাডাম এখনও বাঙালির প্রতিকৃতি। বাঙালি নারীরা যারা আছেন তারা প্রতি মুহূর্তে শাবানাকে পছন্দ করেন। আমরা কেন তাদের অনুসরণ করছি না। তারাই তো পথ দেখিয়ে গেছেন।পরীমনি তো হালের ক্রেজ। তাকে নিয়ে অনেক প্রযোজক-পরিচালকরা অনেক পরিকল্পনাও করে আসছিলেন! এমন ঘটনা কেন ঘটলো বলে মনে করেন? এ অভিনেত্রী বলেন, আসলে পরীমনি মেয়েটা অনেক দুর্ভাগা। ওর ভেতরে একটা কারিশমা ছিল। অনেক সুন্দরী। বাঙালি সবাই তাকে পছন্দ করে। কিন্তু আমার যেটা ধারণা ওর যারা অভিভাক ওকে ঠিকঠাক ভাবে গাইড করতে পারেনি। এদিকে পরীমনিকে গ্রেপ্তারের পর শোবিজ ও শিল্পীদের নিয়ে নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ ব্যাপারে কী বলবেন? অরুণা বিশ্বাস বলেন, কথায় কথায় শিল্পীদের খারাপ বলা ঠিক না। কারণ আমরা সমাজের অংশ, আমাদের পরিবার আছে। শিল্পী হলেও আমরা মানুষ। স্বাভাবিকভাবে বাঁচতে চাই। আমাদের কেউ খারাপ ভাবে দেখুক সেটা চাই না। আমি কেন, আমার বড়রাও চান না। সুত্র: মানবজমিন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত