পরে এসে আগেই চলে যান শ্রম মন্ত্রণালয়ের কর্মচারীরা

| আপডেট :  ১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫১  | প্রকাশিত :  ১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫১

শ্রম মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীরা সঠিক সময়ে অফিসে আসেন না। দেরি করে আসেন, আবার চলেও যান অফিস ছুটির আগে কাউকে কিছু না বলে। সরকারি কাজে এক ধরনের খাম-খেয়ালিপনা চলছে শ্রম মন্ত্রণালয়ে। বিষয়টি নজরে এসেছে উর্ধ্বতন কর্তৃপক্ষের।

কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অফিস আদেশ জারি করেছে শ্রম মন্ত্রণালয়। আদেশে ৫টি অনুশাসন দেওয়া হয়েছে। এসব অনুশাসন পালনের নির্দেশনাও রয়েছে অফিস আদেশে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, এ মন্ত্রণালয়ে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে অবহিত না করেই অফিসে অনুপস্থিত থাকেন। অনেক কর্মকর্তা-কর্মচারী দেরিতে কর্মস্থলে আসেন এবং অফিস সময় শেষ হওয়ার আগেই কর্মস্থল ত্যাগ করেন। এতে দাফতরিক কাজে বিঘ্ন সৃষ্টি হয়। এর ফলে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দাফতরিক কাজের গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে পাঁচটি অনুশাসন প্রতিপালন করতে বলা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, কোনও কর্মকর্তা-কর্মচারী নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া কেউ অফিসে অনুপস্থিত থাকতে পারবেন না। ব্যক্তিগত বা পারিবারিক কারণে তাৎক্ষণিক ও জরুরি ছুটির প্রয়োজন হলে নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে টেলিফোনে জানিয়ে ছুটি ভোগ করতে হবে। এক্ষেত্রে ছুটি ভোগ শেষে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছ থেকে ছুটি ভোগের অনুমোদন নিতে হবে ও ছুটি মঞ্জুরের মূলকপি প্রশাসন শাখায় পাঠাতে হবে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া দেরিতে কর্মস্থলে আসা করা যাবে না। নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া অফিস সময় শেষ হওয়ার আগে কর্মস্থল ত্যাগ করা যাবে না এবং কর্মস্থল ত্যাগ করার ক্ষেত্রে সরকারি ছুটির দিন হলেও আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত