পাসের হার ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস ও জিপিএ ফাইভ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এবারও এগিয়ে। এবার মেয়েদের পাসের হার ৯৬.৪৯ শতাংশ এবং ছেলেদের ৯৪.১৪ শতাংশ। সেরা ফল জিপিএ-৫ প্রাপ্তিতেও তারাই এগিয়ে। এ দুটি ক্ষেত্রে ছেলেদের অনায়াসেই পেছনে ফেলেছেন তারা।
দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।
মোট ছাত্র পরীক্ষার্থী ছিল ৭ লাখ ৩২ হাজার ২৯ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ৭ লাখ ১৫ হাজার ৫১৬জন। উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৭৩ হাজার ৫৮০ জন। আর ছাত্রী পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৭১ হাজার ২১৫ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ৬ লাখ ৫৬ হাজার ১৬৫জন। উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৩৩ হাজার ১৩৮ জন।
এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ছাত্রী ১ লাখ ২ হাজার ৪০৬ জন। ছাত্র ৮৬ হাজার ৭৬৩ জন। জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েদের হার ১৫.৬১ শতাংশ, ছেলেদের হার ১৩.৭৯ শতাংশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত