পুলিশে একটি বড় পদোন্নতি
বাংলাদেশ পুলিশের তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের এক আদেশে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগরকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদকে রংপুর আরআরএফ’র সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বদলী করা হয়েছে।
২৫ আগস্ট, ২০২১ (বুধবার) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলী করা হয়।
বদলীকৃত কর্মকর্তাগণের নামের তালিকা-
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত