বনানীতে মুখোমুখি আ.লীগ-বিএনপি, পরিস্থিতি থমথমে

| আপডেট :  ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৪  | প্রকাশিত :  ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৪

পূর্বঘোষিত কর্মসূচি মোমবাতি প্রজ্বালন করাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে থমথমে পরিবেশ বিরাজ করছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতটার দিকে স্থানীয় শেরাটনের সামনে বিএনপির মৌন অবস্থান কর্মসূচি শুরু হয়। এর আগে বনানীর কাকলী মোড়ের কাছে অবস্থান নেয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মৌন কর্মসূচি চলাকালীন সময়ে শনিবার সাড়ে সাতটার দিকে বিএনপির কর্মসূচির পাশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে যায়।

বিএনপির পক্ষ থেকে দ্রুত মৌন কর্মসূচি শেষ করা হয়। পৌনে আটটার দিকে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকারকে সরাতে হলে রাস্তায় আন্দোলন করতে হবে’।

রাত ৭টা ৫০ মিনিটের দিকে কর্মসূচি শেষ হওয়ার পরই অপেক্ষারত একদল তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেয়।

কর্মসূচিতে বিএনপি নেতা সেলিনা রহমান, আমান উল্লাহ আমান, শামা ওবায়েদ, তাবিথ আউয়ালসহ অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত