বাঁ পা এবং হাত অবশ হয়ে গেছে অভিনেত্রী রঞ্জিতার
নব্বই দশকের আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতা বুধবার (২৮ সেপ্টেম্বর) স্ট্রোক করেছেন। স্ট্রোকের কারণে তার বাঁ পা এবং বাঁ হাত অবশ হয়ে গেছে। চিকিৎসা করার আর্থিক অবস্থা তার নেই। অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। নিজের পৈতৃক ভিটা ও সমস্ত কিছু হারিয়ে আজ তিনি নিঃস্ব। অতি কষ্টে এখন দিন কাটছে এই অভিনেত্রীর।
রঞ্জিতা জানান, এই অসহায় অবস্থায় পাশে দাঁড়ানোর মতো তার কেউ নেই। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ শিল্পী সমাজকে তার পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন।
বেঁচে থাকার জন্য তার সুস্থতা প্রয়োজন। সুস্থতার জন্য তিনি কী করবেন তা ভাবতে পারছেন না। একসময় সব ছিল তার। আজ তিনি নিঃস্ব। উল্লেখ্য, নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘ঢাকা-৮৬’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক রঞ্জিতার। এরপর ‘জ্বিনের বাদশা’, ‘কুংফু কন্যা’, ‘রাজা মিস্ত্রি’, ‘মরণ লড়াই’সহ অসংখ্য হিট ছবির নায়িকা তিনি। এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুয়েল রঞ্জিতার বড় ভাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত