‘বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার অনেক মিল আছে’

| আপডেট :  ১৪ জুলাই ২০২২, ০৯:৫৬  | প্রকাশিত :  ১৪ জুলাই ২০২২, ০৯:৫৬

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে। বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার অনেক মিল আছে। দু’দেশই বিদেশ থেকে রেমিট্যান্স গ্রহণ করে, পর্যটন থেকে আয় করে, আবার গার্মেন্টস শিল্প থেকেও আয় করে। করোনা বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হয়নি। শ্রীলঙ্কায় প্রায় দশ বছর গৃহ যুদ্ধ চলেছে, কিন্তু তারা তখনো দেউলিয়া হয়নি। শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে বিদেশী ঋণ পরিশোধ করতে গিয়ে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জিএম কাদের বলেন, আমরা যে বাজেট করছি তাও ঋণ নির্ভর। এ জন্য সরকারকে পরিচালন ব্যায় কমাতে বলেছি। কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই। আবার কারণে-অকারেণ ফুর্তি করতে ব্যয় হচ্ছে হাজার কোটি টাকা। গত বছরও পুরো ট্যাক্স আদায় করতে পারেনি সরকার, কিন্তু এবার সাধারণ মানুষ ট্যাক্স দিতে না পারলে অবস্থা আরো খারাপ হবে।

তিনি বলেন, বিদেশী ঋণ নিয়ে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

যখন সুদসহ ঋণ পরিশোধ করতে হবে তখন দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। যদি ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে কোন মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়, আর সেখান থেকে যদি প্রতিদিন ১ কোটি টাকা হারে বছরে ৩৬৫ কোটি টাকা আয় হয় তাহলে আসল টাকা পরিশোধ করতে ৯০ বছর লেগে যাবে। আবার সুদের টাকাও পরিশোধ করতে হবে। ঋণ নির্ভরতার কারণে দেশের ব্যাংকে টাকা নেই। পরিচালন ব্যয় না কমালে ব্যাংক থেকে ঋণ করে বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এ কারণেই দেশের অবস্থা শ্রীলংকার মত হতে পারে।

মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট চলছে মন্তব্য করে জিএম কাদের বলেন, প্রতি বছর দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এতোদিন সরকার টাকা পাচারের কথা স্বীকার করেনি। এখন ট্যাক্সের বিনিময়ে অবৈধ পন্থায় অর্জিত পাচার হওয়া হাজার কোটি টাকা বৈধ করার পন্থা বের করেছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফকরুল ইমাম, সুনিল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, সফিকুল ইসলাম সেন্টু, এড. মোঃ রেজাউল ইসলাম ভূইঁয়া, নাজমা আকতার, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান, জহিরুল আলম রুবেল, নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, জাহাঙ্গীর আলম পাঠান, ইয়াহ ইয়া চৌধুরী এহিয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, বেলাল হোসেন প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত