বায়তুল মোকাররমে হেফাজতের সমাবেশ
ভারতে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দালের মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।
হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নায়েবে আমির মিজানুর রহমান চৌধুরী, মহাসচিব সাজিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস নদভী, প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এসময় হেফাজতে মহাসচিব সাজিদুর রহমান বলেন, রাসূলুল্লাহ (সা.) ও তার স্ত্রীর বিরুদ্ধে বিজেপি নেতারা যা বলেছেন আমরা তার নিন্দা জানাচ্ছি। ধর্মপ্রাণ মুসলমানরা মহানবীকে (সা.) প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। রাসুলুল্লাহ-র (সা.) অপমান তারা কখনোই বরদাশত করবে না।
মহানবী (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশাকে (রা.) নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার বক্তব্য অবমাননাকর এবং বিজেপির মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দালের টুইট বার্তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ঘৃণাভরে তাদের বক্তব্যের নিন্দা জানাচ্ছি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত