বুবলীর সেই প্রেম নিয়ে কথা বললেন রায়হান রাফী
পরিচালক রায়হান রাফীর সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। বিষয়টিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন নির্মাতা রাফি। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে রাফি বলেন, ‘এটা ছিল আমার জন্য একটা বিব্রতকর অবস্থা। যারা নিউজ করেছিল তাঁদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম কেন নিউজ করেছেন? তারা বলছিল এটা সাংবাদিক মহলে আলোচনা হচ্ছে। সাংবাদিক মহলে আলোচনা হচ্ছে এটা কি নিউজ? সাংবাদিকতার তো একটা নিয়ম আছে, একটা রুলস আছে- সেটা মেনেই তো নিউজ করবেন। ’
রায়হান রাফি বলেন, ‘আমাকে তমার সঙ্গে দেখা যায়, আমরা একসঙ্গে খাই, একসঙ্গে ঘুরি। আমাদের নিয়ে নিউজট আসলে ঠিকঠাক- মানা যায় আসলে। আপনারা জিজ্ঞেস করতেই পারেন। কিন্তু যারা নিউজ করেছে উনাকে (বুবলী) নিয়ে, আমি জিজ্ঞেস করেছি কেন নিউজ করেছেন, এটার সত্যতা কী? তখন তারা আমকে বলছে সাংবাদিক মহলে আলোচনা হয়। ’
রাফির অফিসে গিয়েছিলেন বুবলী- এটা চাউর হয়েছিল। এ বিষয়ে নির্মাতা বলেন, ‘আমাকে ওই সাংবাদিকরা বলছেন আপনার অফিসে গেছে। যদিও উনি যায়নি- তারপরেও একটা ডিরেক্টরের অফিসে তো নায়িকারা আসবে। এটার পরিপ্রেক্ষিতে তো নিউজ হতে পারে না আসলে, যে তারা প্রেম করছে। ’
এটা নিয়ে তমা ও আপনার মধ্যে কোনো ঝামেলা হয়েছে? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে রাফি বলেন, ‘আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি কিন্তু আমাদের তো ফ্যামিলি আছে। আরো মানুষ আছে, মানুষ কী ভাববে রায়হান রাফি তো শুধু প্রেমই করে বেড়ায়। এতো প্রেম করলে রাফি সিনেমা নির্মাণ করে কখন? রায়হান রাফির কাজ তো প্রেম করে বেড়ানো না। ’নএমন সংবাদের নেপথ্যের কারণ হিসেবে বলেন, ‘এটা কেউ একজন উদ্দেশমূলকভাবে করেছে। এখন তো সবাই জেনে গেল কার সাথে প্রেম করেছে।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত