বুয়েটের মেধা তালিকায় আবরার ফাহাদের ছোট ভাই
বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। বৃহস্পতিবার রাত ৯টায় বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে। প্রকাশিত রেজাল্টে আবরার ফাইয়াজ ৪৫০ তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফাইয়াজ নিজেই।
ফাইয়াজ ও তার পরিবার রেজাল্টে খুশি হলেও ভর্তি হবেন কি না তা এখনো সিদ্ধান্ত নেননি।
আবরার ফাইয়াজ বলেন,’আমার ইচ্ছা আছে ভর্তি হওয়ার। তারপরও পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবো।’
আবরার ফায়াজের মা এখনও বুঝে উঠতে পারছেন না কি সিদ্ধান্ত নিবেন৷ আবরার ফাহাদের স্মৃতি মনে পড়ে কেঁপে উঠছে তার বুক।
ফাইয়াজের বাবা বরকত উল্লাহ বলেন, গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে (আইইউটি) কম্পিউটার সাইন্সে ফাইয়াজ ভর্তি রয়েছে। বুয়েটে ভর্তি করাবো কি না এখনও সিদ্ধান্ত নেইনি। পরিবারের সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। বড় ছেলের লাশ নিয়ে এসেছিলাম। ভাবছি বিষয়টি নিয়ে।
২০১৯ সালের ৬ অক্টোবর সন্ধ্যার পর আবরারকে হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয়৷ কয়েক ঘণ্টা ধরে নির্যাতনের পর দোতলা ও নিচতলার সিঁড়ির মাঝামাঝি জায়গায় তাকে অচেতন অবস্থায় ফেলে যায় কয়েকজন ছাত্রলীগ কর্মী৷ ভোরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন৷
আবরার ফেসবুকে তার শেষ পোস্টে ভারতের সঙ্গে বাংলাদেশের করা কয়েকটি চুক্তির সমালোচনা করেছিলেন৷ বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরাই যে ফেসবুকে মন্তব্যের সূত্র ধরে ‘শিবির সন্দেহে’ আবরারকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত