‘বেতন আর বাড়বে না’ এমন সরকারি চাকুরেদের করণীয়
চাকরি জীবনে নিজেদের সমস্যা নিয়ে সামাজিক মাধ্যমে সরব সরকারি কর্মচারিরা। সমাধানও আসে সামাজিক মাধ্যমেই। অনেকেই পরামর্শ দেন সমস্যা সমাধানের।
এমনই একটি পোস্ট করেছেন রাজু আহমেদ নামের একজন। তিনি লিখেছেন-
‘আমার চাকরি ২৫ বছর চলছে। ১৩ তম গ্রেডের সর্বোচ্চ সীমা ২৬৫৯০ টাকা বর্তমান মূল বেতন। আমার চাকরি আরও ১৩ বছর বাঁকি আছে। কিন্তু এই ১৩ বছরে আমার আর কোন বেতন বাড়বে না। আসলে এটাই কি হওয়ার কথা?
তার এই পোস্টে অনেকেই পরামর্শ দিয়েছেন।এর মধ্যে মো. আলাউদ্দিন খান নামের একজন পরামর্শ দিয়ে লিখেছেন-
‘আপনাকে একটা পরামর্শ দিতে পারি।যেহেতু আপনার মূলবেতন বর্তমানে স্কেলের শেষ ধাপে পৌছে গেছে।তাই বিশেষ কোন কারন ব্যতিত আপনি চাকুরি জীবনে আর ইন্ক্রিমেন্ট পাবেন না। এখন আপনার প্রথম কাজ হল এই বিষয়টি বিস্তারিত ভাবে উল্লেখ করে আপনি সচিব, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও হিসাব মহানিয়ন্ত্রকের বরাবরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে একখানা আবেদন করবেন।আবেদনটি আপনার অফিস প্রধান একটি ফরোয়ার্ডিং দিয়ে যথাস্হানে প্রেরন করবেন, ফরোয়ার্ডিং এ কিন্তু কি কারনে আপনার আগামীতে ইন্ক্রিমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে তা বিস্তারিত ভাবে লিখতে হবে।তাহলে আগামী জুলাই এর আগে কোন একটা আদেশ মন্ত্রণালয় দিতে পারে।তার পর ইন্ক্রিমেন্ট পাবেন এর আগে নয়। তবে এবিষয়ে আপনি বিলম্ব না করে এখন থেকে শুরু করে দেন।হয়তো একটা সুরাহা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত