ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি দেশের ইতিহাসে বিরল
দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারের যে কোনও সিদ্ধান্ত জনস্বার্থেই হবে বলে মনে করেন দেশের চাল ব্যবসায়ীরা। জনস্বার্থে নেওয়া এসব সিদ্ধান্তে তাদের কোনও আপত্তি নেই বলেও জানিয়েছেন তারা। ভরা এই মৌসুমে দেশের চালের দাম বৃদ্ধির এই নজির ইতিহাসে বিরল বলেও মনে করেন চাল ব্যবসায়ীরা।
চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন চাল ব্যবসায়ীরা।
বাদামতলী-বাবুবাজার চাউল আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জানিয়েছেন, ভরা মৌসুমে এভাবে চালের দাম বাড়ার কোনও কারণ থাকতে পারে না। অতীতে এভাবে দাম বৃদ্ধিরও কোন নজিরও নেই, যা এবছর হলো। তিনি জানান, সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে এ জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন বলেও মনে করেন এই ব্যবসায়ী।
নিজাম উদ্দিন বলেন, সমস্যার গোঁড়ায় হাত দেওয়া প্রয়োজন। আমরা ছোট ব্যবসায়ী। আমাদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো সমীচীন হচ্ছে না। আমরা ধান মজুত করি না। ব্যবসার প্রয়োজনে যেটুকু চাল দোকানে রাখা প্রয়োজন সেটুকুই রাখি। আমাদের মজুত করা চাল বাজারে কোনও নেতিবাচক প্রভাব ফেলে না।
অপরদিকে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়েক আলী জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত জনস্বার্থে হলে আমাদের আপত্তি নেই। আমরা প্যাকেটজাত চালও বিক্রি করি না, সে বিষয়েও আমাদের কিছু বলার নেই। তবে চালের বাজার এখন আর আমাদের হাতে নেই। কাদের হাতে তা সরকার ভালো জানে।
উল্লেখ্য, বাজারে কোনও প্যাকেটজাত চাল বিক্রি করা যাবে না এমন আইন করতে যাচ্ছে সরকার।
মঙ্গলবার (১ জুন) সচিবালয়ে নিজ দফতরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, যারা প্যাকেটজাত চালের ব্যবসা করেন, তারা দেশের অভ্যন্তরীণ বাজার থেকে চাল কিনতে পারবেন না। নতুন আইনে এ বিধানটা অন্তর্ভুক্ত করা হবে।
চালের বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত সোমবার দেওয়া নির্দেশনার পর এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত এ আইন করা হবে বলেও মন্ত্রী জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত