ভুয়া ‘সহকারী সচিব’ আটক
রেলে অফিস সহকারী পদে চাকরি দেয়ার নামে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মির্জা শফিকুর রহমান নামক এক ব্যক্তি। বৃহস্পতিবার রাজধানীর পুলিশ প্লাজা থেকে তাকে আটক করে গুলশান থানা পুলিশ। রাতে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়েতে চাকরি দেওয়ার নাম করে মো. নুরুন্নবী কিরণের কাছ থেকে পাঁচ লাখ টাকার চুক্তি করে তিন লাখ টাকা নিয়েছেন উল্লাপাড়ার জুট ইন্সপেক্টর মির্জা শফিকুর রহমান। তিনি নিজেকে রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব জাহিদুল ইসলাম নামে পরিচয় দিতেন।
চাকরি প্রত্যাশী ব্যক্তির কাছ থেকে চুক্তি মোতাবেক বাকি দুই লাখ টাকা নিতে পুলিশ প্লাজার এসেছিল মির্জা শফিকুর। বিষয়টি জানতে পারে রেলমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান। তিনি চাকরি প্রত্যাশী ও মির্জা শফিকুরকে সেখানে হাতেনাতে ধরেন। পরে গুলশান থানায় খবর দিলে পুলিশ ভুয়া সহকারী সচিবকে আটক করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত