মাসে কত পেতেন ড. বেনজীর, পেনশন কত টাকা?

| আপডেট :  ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৭  | প্রকাশিত :  ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৭

কে এই ড. বেনজীর আহমেদ? – ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এবং পুলিশের ৩০তম মহাপরিদর্শক। তিনি ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপূর্বে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), বিপি-৬৩৮৮০০০০২১, পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তর, ঢাকাকে ৩০-০৯-২০২২ খ্রিঃ তারিখে বয়স ৫৯ (উনষাট) বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হয়েছে।

তার অনুকূলে ১৮ (আঠারাে) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ ০১-১০-২০২২ খ্রিঃ হতে ৩০-০৯-২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত ০১ (এক) বছরের অবসর ও অবসরােত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরােত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

৫৯ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে পেনশনে যেতে হয় / ১ বছর তিনি অবসর উত্তর ছুটি ভোগ করবেন। অবসর উত্তর ছুটি মঞ্জুরের সাথে সাথে তিনি ১৮ মাসে ছুটির বেতন বা লাম্প গ্র্যান্ট পাবেন। মূল বেতন যদি ৭৮ হাজার টাকা ধরি তবে ৭৮,০০০*৯০% = ৮০,৭৩,০০০ টাকা তিনি এককালীন পাবেন এবং মাসিক পেনশন পাবেন ৩৫১০০ টাকা।

বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন এবং ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন।

বেনজীর আহমেদ কত সালে পুলিশে আসেন?। পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ এর কর্মজীবন কেমন ছিল?

বেনজীর আহমেদ ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর, পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরে এআইজি, প্রশাসন ও অপারেশনস ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ সালে সারদা পুলিশ একাডেমির চিফ ইন্সট্রাক্টর (সি আই) ছিলেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপ মহা-পরিদর্শক ছিলেন। বসনিয়া ও কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত ছিলেন।

তিনি নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে ‘চিফ মিশন ম্যানেজমেন্ট এন্ড সাপোর্ট সার্ভিসেস’ হিসেবে এক বছর কাজ করেন। তিনি ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০২০ সালের ১৪ এপ্রিল পর্যন্ত র‌্যাবের মহাপরিচালক ছিলেন।

পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের এপ্রিলে তিনি বাংলাদেশ পুলিশের ৩০তম মাহপরিদর্শক হিসেবে নিয়োগ পান। তিনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে থাকাবস্থায় তার পদোন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে।

২০২১ সালে তার ও আরো ৬ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র তাদের নিষিদ্ধ করে।
২০২২ সালেরসম্মেলনে জাতিসংঘের আয়োজনে পুলিশপ্রধানদের সম্মেলনে যেতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে জানা যায়, যদিও তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে।

একজন পুলিশ মহাপরিদর্শক এর বেতন কত টাকা?
সরকারি বেতন স্কেল অনুযায়ী, গ্রেড-২–এ মূল বেতন ৬৬ হাজার টাকা আর গ্রেড-১–এ মূল বেতন ৭৮ হাজার টাকা। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদটি জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার। তাঁর মূল বেতন ৮২ হাজার টাকা। প্রতিমাসে মূল বেতন ছাড়াও তিনি গাড়ি বাড়ি ও অন্যান্য ভাতাদি পেয়ে থাকেন। কুক সিকিউরিগার্ড এলাউন্স সহ অন্যান্য সুযোগ সুবিধা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত