মেজর পদে পদোন্নতি পেলেন হার না মানা সেই কানিজ ফাতেমা
সেনাসদস্য কানিজ ফাতেমা মেজর পদে পদোন্নতি পেয়েছেন। শনিবার (৪ জুন) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাকে মেজর পদে উন্নীত করেন। পরিয়ে দেন ব্যাজ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনায় কানিজ ফাতেমার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। কিন্তু অকুতোভয় এই নারী হার না মেনে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে দৃঢ় প্রত্যয়ী। বাংলাদেশ সেনাবাহিনী তার এই অদম্য উদ্দীপনাকে সম্মান জানিয়ে ৬৯ বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে ২০১৩ সালে বিশেষ বিবেচনায় কমিশন প্রদান করে।
কানিজ ফাতেমা হুইলচেয়ারে চলাফেরা করলেও মানসিক শক্তি ও সহকর্মীদের সহায়তায় দৈনন্দিন কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে পালন করে আসছিলেন। তার ইচ্ছাশক্তির কাছে সব প্রতিবন্ধকতা হার মেনেছে পদে পদে। দেশ ও জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর একজন অকুতোভয় নারীর প্রতি এই বিরল সম্মান দেশের প্রতিটি নারীর অগ্রযাত্রায় সর্বদা অনুকরণীয় ও ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ২০০০ সালে সেনাবাহিনীর নিয়মিত বাহিনীতে সর্বপ্রথম নারী অফিসার নিয়োগ দেওয়া শুরু হয়। ২০১৫ সাল থেকে নারী সৈনিকের সংযোজন, নারী অফিসারদের ইউনিট কমান্ডার, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ পদে নারী অফিসার নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ দেশের নারী উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত