মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে জীবন দিলেন বৃদ্ধ আবদুল্লাহ
আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে: চট্টগ্রামের লোহাগাড়ায় মাগরিবের নামাজ পড়ে বাড়ির ফেরার পথে মালবাহী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ (৬০) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ১নম্বর ওয়ার্ডের গোলাম নবী হাজির পাড়া জামে মসজিদ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তিনি একই ওয়ার্ডের কিল্লার আন্দর এলাকার সাবের হোসেনের ছেলে ও ৪ সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার মাগরিবের নামাজ পড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ।
এ সময় কক্সবাজারমুখী দুটি মালবাহী ট্রাক্টর ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী একটি মোটরসাইকেল সামনে পড়ে যায়। মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আবদুল্লাহকে ধাক্কা দিয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে আবদুল্লাহকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোহাজারী হাইাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত