যে চার কোম্পানির মুনাফা কমেছে

| আপডেট :  ১১ মে ২০২২, ১১:১৮  | প্রকাশিত :  ১১ মে ২০২২, ১১:১৮

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৬ শতাংশ কমেছে।

বুধবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৭ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৮২ টাকা। সে হিসেবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.০৫ টাকা বা ৬ শতাংশ কমেছে।

২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮.৯৪ টাকায়।

এদিকে, এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৫.৬৭ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, কোম্পানির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৭৪ টাকা। সে হিসেবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.১৯ টাকা বা ২৫.৬৭ শতাংশ কমেছে।

২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.০২ টাকায়।

অন্যদিকে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৩.৩৩ শতাংশ কমেছে।

কোম্পানির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৫৪ টাকা। সে হিসেবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.১৮ টাকা বা ৩৩.৩৩ শতাংশ কমেছে।

২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.২৩ টাকায়।

এছাড়া, বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১০.৬৩ শতাংশ কমেছে।

কোম্পানির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৪৭ টাকা। সে হিসেবে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ০.০৫ টাকা বা ১০.৬৩ শতাংশ কমেছে।

২০২২ সালের ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.১৫ টাকায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত