শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা বরখাস্ত
স্ত্রীকে নির্যাতনে অভিযুক্ত দুইজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, নোয়াখালীর হাতিয়াদ্বীপ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মুসলিম সরদার ও কোম্পানিগঞ্জের সরকারি মুজিব কলেজের প্রভাষক মোহাম্মদ মোস্তফা আল আমিন। তাদের সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (২৪ আগস্ট) তাদের বরখাস্ত করে পৃথক আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, হাতিয়াদ্বীপ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মুসলিম সরদারের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগে তার স্ত্রী খোদেজা বেগম লাকী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় গত ৩০ মার্চ তাকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়।
মন্ত্রণালয় বলছে, সরকারি চাকরি আইন-২০১৮ অনুসারে জেল হাজতে থাকায় সাময়িক বরখাস্ত করা প্রয়োজন। সে হিসেবে তাকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, কোম্পানিগঞ্জের সরকারি মুজিব কলেজের প্রভাষক মোহাম্মদ মোস্তফা আল আমিনের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগে তার স্ত্রী সাদিয়া ফারজানা গত বছরের ৪ অক্টোবর মামলা দায়ের করেন। পরে, গত ১১ জানুয়ারি তার বিরুদ্ধে মামলার চার্জ গঠন করা হয়।
মন্ত্রণালয় বলছে, চার্জ গঠন হওয়ায় তাকে সরকারি চাকরি আইন অনুসারে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন। তাই তাকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত