শিম্পাঞ্জিকে আলিঙ্গন করে ভাইরাল নোরা
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এবার ছুটি কাটাতে গিয়েছেন দুবাইতে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) একটি চিড়িয়াখানায় গিয়েছিলেন।
ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি ছবিটি। তাতে দেখা গেছে ছোট একটি হায়েনাকে আলিঙ্গন করছেন, খাবার দিচ্ছেন। শিম্পাঞ্জি, পেঁচা ও সিংহের সাথে কিছু মজার ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে বাচ্চাদের মতো আচরণ করতে দেখা যায়।
ভিডিওতে নোরা হায়েনাকে আলিঙ্গন করছেন। সেইসাথে, ‘খুব সুন্দর’ বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম ভয় পাবো, কিন্তু পাইনি।’
আরেকটি ভিডিওতে পেঁচার পাশে পোজ দিয়ে বলেছেন, ‘হাই বন্ধুরা, আমার নতুন বন্ধুকে হাই বলুন। সে খুব সুন্দরী। ওর চোখের দিকে তাকান।’
এদিকে শিম্পাঞ্জিকে তিনি বলেন, ‘বন্ধুরা, আমি মনে করি এটি আমার নতুন সন্তান। তার নাম হালুম এবং আমি তাকে দত্তক নিচ্ছি। আমি তার নতুন মা।’
সম্প্রতি নোরা ফাতেহি গুরু রনধাওয়ার ‘ডান্স মেরি রানি’ গানের শেষবার দেখা গেছে। তারা এর আগে ‘নাচ মেরি রানি’ নামে একটি ভিডিওতেও একসাথে কাজ করেছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত