শুক্র-শনিবার খোলা থাকবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
প্রশাসনিক জরুরি কাজে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শুক্রবার (৮ অক্টোবর) ও শনিবার (৯ অক্টোবর) খোলা থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, শিক্ষামন্ত্রীর অফিস কক্ষের এয়ারকুলারসমূহ সার্ভিসিং/মেরামত এবং অন্যান্য সংস্কার কার্যক্রমসহ প্রশাসনিক জরুরি কাজ সম্পাদনের জন্য আগামী শুক্রবার (৮ অক্টোবর) ও শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খোলা রাখা প্রয়োজন।
এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট কক্ষ ও কলাপসিবল গেট খোলা রাখা, সংশ্লিষ্টদের সচিবালয়ে প্রবেশ, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং লিফট চালু রাখার রাজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয় অফিস আদেশে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত