সকালে নির্বাচন, আগের বিকালে ওসিকে প্রত্যাহার

| আপডেট :  ১৪ জুন ২০২২, ০৯:৩৪  | প্রকাশিত :  ১৪ জুন ২০২২, ০৯:৩৪

নির্বাচনের কয়েক ঘণ্টা আগে প্রত্যাহার করে নেওয়া হয়েছে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানকে। এই ওসিকে প্রত্যাহারের জন্য পুলিশের মহাপরিদর্শক বরাবর লিখিত চিঠি দেয় নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জুন) তাকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম।

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, মেহেরপুর পৌরসভা নির্বাচনে ওসি শাহজাহান পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তার প্রত্যাহার চেয়েছেন প্রার্থীরা।

এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে তাকে মাগুরা জেলায় বদলি করা হলেও তিনি মেহেরপুর থেকে বদলির আদেশ না নিয়ে বহাল ছিলেন। আগামীকাল মেহেরপুর পৌরসভাসহ চার ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত