সচিবালয়ে এও-পিওদের নিয়ে যেসব অদ্ভূত কাণ্ড হচ্ছে
সচিবালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের (এও-পিও) জন্য সহকারী সচিব পদের এক-তৃতীয়াংশ সংরক্ষণের নিয়ম আছে। তবে এই নীতি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় দিন দিন ক্ষোভ বাড়ছে।
গতকাল সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিবের কক্ষে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদ সংরক্ষণের বিষয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দুই শতাধিক এও-পিও বৈঠকে তাদের পক্ষ থেকে প্রতিনিধি রাখার দাবি করেন। কমিটিতে এও-পিওদের কোনো প্রতিনিধি না থাকায় বাইরে উত্তেজনা সৃষ্টি হয়।
সূত্র জানায়, বৈঠকে সচিবালয়ের ক্যাডারবহির্ভূত কর্মকর্তাদের পদ সংরক্ষণের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। তবে কী সংখ্যক পদ সংরক্ষণ করা হবে, কীভাবে হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে জানার জন্য কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব আনিছুর রহমান মিঞাকে একাধিকবার মোবাইলে কল ও এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি।
জানা গেছে, গত ২৫ এপ্রিল সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদ সংরক্ষণের বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু এও-পিওদের কোনো প্রতিনিধি এতে রাখা হয়নি।
সরাসরি নিযুক্ত এও-পিও কল্যাণ সমিতির সভাপতি শফিউদ্দীন শেখ বলেন, সম্প্রতি বহু সংখ্যক সহকারী সচিবের পদ সৃজন করা হয়েছে। কিন্তু ১৯৯২ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ও বাংলাদেশ সিভিল সার্ভিস (সচিবালয়) ক্যাডার একীভূত আদেশ অনুযায়ী মোট পদের এক-তৃতীয়াংশ নন-ক্যাডার কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করা হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত