সচিব পদে ২ পদোন্নতি, ৩ জনের দপ্তর বদল

| আপডেট :  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৪  | প্রকাশিত :  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৪

প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে দুজনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রতিরক্ষা সচিব নিয়োগ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হাসিবুল আলম। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মো. কামাল হোসেনকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল গত ৭ ফেব্রুয়ারি অবসরে গেছেন।

এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আনা হয়েছে।

অপর এক আদেশে দুজন অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের পদোন্নতির পর নতুন কর্মস্থলে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হককে সচিব পদে পদোন্নতির পর পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন পদোন্নতির পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) নিয়োগ পেয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত