শনিবার যেসব সরকারি অফিস খোলা রাখার নির্দেশ
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২ থেকে ৪ মে তিন দিন পবিত্র ঈদুল ফিতরের ছুটি নির্ধারিত আছে। তার আগে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবসের ছুটি। এর আগে ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবার মূলত ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল।
এর আগে ২৩ এপ্রিল (শনিবার) সরকারি অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এতে বলা হলেছে, অর্থ মন্ত্রণালয়ের ১০/০৪/২০১২ খ্রি. তারিখের স্মারক নং-০৭,১৪২,০০৬,০০,০০,০০৬,১২-২৬ মোতাবেক হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় এবং এর আওতাধীন চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস (সকল), ডিসিএ অফিস (সকল), ডিএএফও (সকল) ও ইউএশু অফিসসমুহে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এপ্রিল/২০২২ মাসের বেতন ভাতাদি, উৎসব ভাতা, অন্যান্য বিল এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের এপ্রিল/২০২২ মাসের অবসর ভাতা প্রদানের নিমিত্ত আগামী ২৩ এপ্রিল ২০২২ (শনিবার) তারিখে অফিস খোলা রাখার জন্য
আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত