পেনশন ও শুভংকরের ফাঁকি!

| আপডেট :  ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:১৫  | প্রকাশিত :  ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০২

যা বর্তমানে বিদ‍্যমান:
সরকারি কর্মচারীর চাকুরীকাল ৫ বছর পূর্ণ হইলে শতকরা হারে পেনশনের আওতাভুক্ত হবেন এবং ২৫ বছর পুর্তিতে শতভাগ পেনশন প্রাপ‍্য হবেন।

ধরুন: একজন কর্মচারীর ২৫ বছর চাকুরীকাল সমাপ্ত হওয়ার পরে তার মুল বেতন ২৫০০০/-
তিনি পেনশন পাবেন ২৫০০০x৪৫%=১১২৫০
এককালীন ১১২৫০x২৩০= ২৫৮৭৫০০/-
ছুটি বিক্রি (পাওনা সাপেক্ষে )
২৫০০০x১৮=৪৫০০০০/-
বাকী ২৫৮৭৫০০ টাকা সরকারের কোষাগারে থাকার পরিপ্রেক্ষিতে
মাসিক পেনশন দিবেন, ১১২৫০+১৫০০=১২৭৫০/-
অথচ এ টাকার সঞ্চয় পত্র কিনলে কত টাকা মাসিক মুনাফা পেত?

যা হওয়া উচিৎ ছিল:
সরকারি কর্মচারীর চাকুরীকাল ৫ বছর পূর্ণ হইলে শতকরা হারে পেনশনের আওতাভুক্ত হবেন এবং ২৫ বছর পুর্তিতে শতভাগ পেনশন প্রাপ‍্য হবেন।
ধরুন: একজন কর্মচারীর ২৫ বছর চাকুরীকাল সমাপ্ত হওয়ার পরে তার মুল বেতন ২৫০০০/-
তিনি পেনশন পাবেন ২৫০০০x১০০%=২৫০০০/-
এককালীন ২৫০০০x২৩০= ৫৭,৫০,০০০/-
ছুটি বিক্রি (পাওনা সাপেক্ষে ) ২৫০০০x১৮=৪,৫০,০০০/-

সরকারের কোষাগারে পেনশনারের কোন টাকা জমা থাকবে না অথবা পেনশনারের নামে মাসিক মুনাফা ভিত্তিক ৫০% হিসেবে ২৮,৫০,০০০/- টাকার সঞ্চয় পত্র কিনে রাখা হবে এবং এর মুনাফা পেনশনার বা তার স্ত্রীকে মাসিক পেনশন হিসাবে প্রদান করবেন। পেনশনার এবং তার স্ত্রী মৃত্যু বরণ করলে তাদের উত্তরাধিকারগণ সঞ্চয় পত্রের মুল টাকা উত্তলোন করে নিবেন।

(আকন মো: খলিলুর রহমানের ফেসবুক থেকে নেওয়া)

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত