সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিতের এপিএস সেই ফারুক এখন যেমন আছেন

| আপডেট :  ০৮ মে ২০২২, ১২:৫৩  | প্রকাশিত :  ০৮ মে ২০২২, ১২:৫৩

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের কথা মনে আছে? বছর দশক আগের ঘটনা। নাটকীয় ঘটনাই বলা যায়। পরে দুদকের মামলায় পাঁচবছরের কারাদণ্ড হয় ওমর ফারুকের।

কিন্তু বেশিদিন সাজা খাটতে হয়নি তাকে। জামিনে ছাড়া পেয়েছেন। সাজা মওকুফ চেয়ে আবেদন করেছেন উচ্চ আদালতেও। বর্তমানে স্থগিত আছে সাজা। তাও বছর চারেক হচ্ছে।

সেই ওমর ফারুকের বেশভূষাও বদলে গেছে এখন। ক্লিন-শেভ চেহারা বদলে গেছে শ্মশ্রুতে। তাতে লেগেছে মেহেদির রঙও। নিয়োজিত আছেন আইন পেশাতে। ২০১৫ সালের ১১ এপ্রিল হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অ্যানরোলমেন্ট হয় তার। সদস্য পদ পান পরের বছরের ২৪ মে।

শনিবার তিনি জানান, ঈদ উদযাপন করতে গেছেন গ্রামের বাড়িতে। এখনো পরিবার নিয়ে আছেন সেখানেই। সামনে সপ্তাহে ঢাকায় ফিরবেন তিনি।

কীভাবে যাচ্ছে সময়? জানতে চাইলে বলেন, ‘আমি আইনজীবী। এখান এই পেশাতেই সময় দিচ্ছি।’ মামলার বিষয়ে জানতে চাইলে সাবেক রেলমন্ত্রীর সাবেক এই এপিএস বলেন, ‘রায়ের পর জামিন নিয়ে আমি উচ্চ আদালতে আবেদন করেছি। এখনো কোনো ফলাফল আসেনি।’

এতোদিনেও কেন ফলাফল আসেনি? জবাবে বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন আদালতের কার্যক্রমে ধীরগতি ছিল। আমি এখন এসব নিয়ে খুব ভাবছি না। আল্লাহ যা করেন, করবেন।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত